Header AD

সালমান শাহ সাতটি (৭) জনপ্রিয় গানের লিরিক্স Khorgosbd






১." তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর " 

সুরকার - আহাম্মেদ ইমতিয়াজ বুলবুল
শিল্পী - সাবিনা ইয়াসমিন এবং রফিকুল ইসলাম
ছবি - স্বপ্নের পৃথিবী
গানের লিরিক্স নিচে দেয়া হলো

হুম.....আ.....লা লা লা লা লা
তুমি আমার মনের মানুষ মনেরি ভিতর
তুমি আমার মনের মানুষ মনেরি ভিতর
তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর
তুমি আমায় কইরো না গো কোন দিনও পর

F] তোমায় এক নজর না দেখলে পরে
পরান আমার পোড়ে
দেখলে পরে দুই নয়নে তৃষ্ণা আরো বাড়ে
সামনে আমার প্রেমের সিন্ধু
পাইনা তারে এক বিন্দু
সামনে আমার প্রেমের সিন্ধু
পাইনা তারে এক বিন্দু
হায়রে আমি অভাগিনী পিপাসায় কাতর
তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর
তুমি আমায় কইরো না গো কোন দিনও পর

M] তোমার এতো ভালোবাসা আমি
বলো কোথায় রাখি
বুকের খাঁচায় বন্দি থেকো
ওগো অবুঝ পাখি
তোমার প্রেমে আমি অন্ধ
ফিরে যাওয়ার পথ বন্ধ
তোমার প্রেমে আমি অন্ধ
ফিরে যাওয়ার পথ বন্ধ
ইচ্ছে করে জনম ভরে করি গো আদর
তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর
তুমি আমায় কইরো না গো কোন দিনও পর

F] তুমি আমার মনের মানুষ মনেরি ভিতর
তুমি আমার মনের মানুষ মনেরি ভিতর
তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর
তুমি আমায় কইরো না গো কোন দিনও পর
M] তুমি আমার মনের মানুষ মনেরি ভিতর
তুমি আমার মনের মানুষ মনেরি ভিতর
তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর
তুমি আমায় কইরো না গো কোন দিনও পর




২. পৃথিবীতে সুখ বলে
ছবি-জীবন সংসার
শিল্পী-সাবিনা ইয়াসমিন ও
আগুন

পৃথিবীতে সুখ বলে
যদি কিছু থেকে থাকে
তার নাম ভালোবাসা,
তার নাম প্রেম
জ্বলে-পুড়ে মরার মাঝে
যদি কোনও সুখ থাকে
তার নাম ভালোবাসা,
তার নাম প্রেম।

পৃথিবীর চারপাশে
যেদিকে তাকাই
সেখানেই তোমাকে
পাই খুঁজে পাই
পাশাপাশি থাকবো,
বুকে ধরে রাখবো
হৃদয়ের দাম দিয়ে
হৃদয়ে নিলেম

এ জীবন-সংসার...




৩. " ও আমার বন্ধু গো "
কন্ঠঃ আগুন / রুনা লায়লা
কথাঃ মনিরুজ্জামান মনির
সঙ্গীতায়োজনঃ আলম খান
মুভিঃ কেয়ামত থেকে কেয়ামত

ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার
তোমারই জন্য গড়েছি আমি
মঞ্জিল ভালোবাসার

এক সাথে রয়েছি দুজন
এক ডোরে বাঁধা দুটি প্রাণ
ছিঁড়বেনা কভু এই বাঁধন
আসলে আসুক তুফান

তুমি আমারই বলবো শতবার
হাত দু’টি ধরেছি তোমার
মানবো না কোনো বাধা আর
শুনবো না কারো কথা যে আর

মন্দ বলুক সমাজ
তুমি আমারই, হায়, বলবো শতবার
ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার,
তোমারই জন্য গড়েছি আমি
মঞ্জিল ভালোবাসার



৪. " ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো "


শিল্পীঃ এন্ড্রু কিশোর ও কনক চাঁপা
অ্যালবামঃ তোমাকে চাই
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল
গীতিকারঃ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ
বছরঃ পাওয়া যায় নি

ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালা খানি। বাউলের এই মনটারে
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।

পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ।
তেমনি তোমার নিবির চলা ভিতরের এই বন্দরে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।।

ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ধুম।
তেমনি তোমার নিবির ছোয়া গভীরের এই বন্দরে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।



৫. " ওগো মোর প্রিয়া, জেনে রাখো তুমি "

ওগো মোর প্রিয়া, জেনে রাখো তুমি
তুমি ছাড়া এই প্রাণ, রাখবো না আমি
তুমি শুধু তুমি, এই অন্তরে
তুমি শুধু তুমি, এই অন্তরে

আজও আছি আমি, কালও রবো যে
আজও আছি আমি, কালও রবো যে
যুগে যুগে আমি, তোমারি হব যে
তুমি শুধু তুমি, এই অন্তরে
তুমি শুধু তুমি, এই অন্তরে

তুমি মোর দুইচোখে, দৃষ্টি যেনগো
মোর তরে দুনিয়া সৃষ্টি যেনগো
এই মনে যেন আজ, একটি ভাষা
তোমাকে জীবন দিয়ে শুধু ভালোবাসা
তুমি শুধু তুমি, এই অন্তরে
তুমি শুধু তুমি, এই অন্তরে

এই মন এই প্রাণ, সবিযে তোমারি
নিশ্বাস হয়ে আছ এবুকে আমারি
এবুকেই আমি যেন, মরতেগো পারি
ফুলেরি মত ঝড়ে পরতেগো পারি
তুমি শুধু তুমি, এই অন্তরে
তুমি শুধু তুমি, এই অন্তরে

ওগো মোর প্রিয়া, জেনে রাখো তুমি
ওগো মোর প্রিয়া, জেনে রাখো তুমি
তুমি ছাড়া এই প্রাণ, রাখবো না আমি
তুমি শুধু তুমি, এই অন্তরে
তুমি শুধু তুমি, এই অন্তরে
আজও আছি আমি, কালও রবো যে
আজও আছি আমি, কালও রবো যে
যুগে যুগে আমি, তোমারি হব যে
তুমি শুধু তুমি, এই অন্তরে
তুমি শুধু তুমি, এই অন্তরে



৬. " শুধু একবার বলো ভালবাসি "

শিল্পীঃ খালিদ হাসান মিলু ও সাবিনা ইয়াসমিন
অ্যালবামঃ দেনমোহর
সুরকারঃ আলাউদ্দিন আলী
গীতিকারঃ আলাউদ্দিন আলী

শুধু একবার বলো ভালবাসি
যদি বলো একবার
এ জীবনে শতবার
হাসি মুখে পরবো মরণ ফাঁসি

এই বুকের ভেতরে যে মন
সেই মনে আমি যে কখন
শুধু তোমার ছবি এঁকেছি

সেই প্রথম দেখারই ক্ষনে
আমার ছোট্ট এই পাগল মনে
আমি তোমারই নাম লিখেছি

মন চায় সারাক্ষন ছিড়ে বাঁধা বন্ধন
তোমার কাছেই শুধু ছুটে আসি।।

আজ তোমার আমার এই জীবন
একই সুরে যে বাঁধা এখন
এই বাধন খুলে দিও না
তুমি দিলে দু’চোখে স্বপন
তুমি আমারই চির আপন
এই স্বপ্ন ভেংগে দিও না

দুটি মন বারবার
করে শুধু তোলপাড়
এ হৃদয়ে বাজে প্রেমেরই বাশী
শুধু একবার……


৭. সব সখিরে পার করিতে নেব আনা আনা

 - Andew Kishor ও সাবিনা ইয়াসমিন

সব সখিরে পার করিতে নেব আনা আনা 
তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা 
সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি 
তোমার কাছে পয়সা নিব না।। 

ও সুজন সখিরে 
প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই 
মনের বদল মন দিতে হয় 

প্রেমের কথা জানিনা, মনের বদল করি না 
পাড়ের কড়ি লইবা যদি লও 


থাকো সখি ঋণী থাকো কড়ি লব না 
সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি 
প্রেম ছাড়া প্রাণে বাঁচি না 

ও ঘাটের মাঝিরে 
ভূতের মুখে রাম নাম আর লইও না 
লজ্জা শরম আছে কি বা নাই 

রাম শাম জানি না ভূতের বাড়ি চিনি না 
তোমায় সখি ঘরে নিবার চাই 

তুমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইয়ো না 
বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইয়ো না 
মাঝি গো, ও আমি ফুলের বালা ফুলে 
আমার দিকে নজর দিয়ো না 

ও সুজন সখিরে 
প্রেমের হাটের বেচা কেনায় কুল মান নাই 
মনের বদল মন দিতে হয় 

মনের মত মন মাঝি চেনা বড় দায় 
আসল কি বা নকল কারে কয় 

যেমন খুশি তেমন করে যাচাই করে লও 
সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি 
মাঝ দড়িয়ায় নাও ডুবাবো।। 

সব সখিরে পার করিতে নেব আনা আনা 
তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা 
সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি 
তোমার কাছে পয়সা নিব না।। 

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم

ads

Post ADS 1

ads

Post ADS 1