Header AD

Amar Moto Ato Sukhi Lyrics আমার মত এত সুখী লিরিক্স

 


আমার মত এত সুখী


আমার মত এত সুখী
নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালবাসায়
জড়ানো মায়ার বাঁধন
জানি এই বাঁধন চিড়ে গেলে কভু
আসবে আমার মরণ
আমার মত এত সুখী
নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন




বুকে ধরে যত ফুল ফোটালাম
সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরই নাম

বুকে ধরে যত ফুল ফোটালাম
সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরই নাম
কেন নিয়তির কাছে বারে বারে
হেরে যায় মানুষ এমন
আমার মত এত সুখী
নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন




চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এই খেলাঘর
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়

চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এই খেলাঘর
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়
কেন মমতার টানে কেঁদে মরে
বেদনার কথা এখন
আমার মত এত সুখী
নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালবাসায়
জড়ানো মায়ার বাঁধন
জড়ানো মায়ার বাঁধন

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم

ads

Post ADS 1

ads

Post ADS 1