Header AD

O Shathire ওসাথী রে লিরিক্স

 


ও সাথীরে..যেওনা কখনো দুরে

ও সাথীরে..যেওনা কখনো দুরে
তোমারি প্রানে আমার এই প্রান
তুমি ছাড়া বাঁচি কি করে

ও সাথীরে..যেওনা কখনো দুরে
তোমারি প্রানে আমার এই প্রান
তুমি ছাড়া বাঁচি কি করে



এই চোখে চেয়ে, নাও দেখে তুমি
ছবি করে তোমায়, রেখেছি আমি
......
সেই ছবি কভু, দিও নাকো মুছে
থাকি যেন আমি, তোমারি কাছে
তোমারি মনে আমার এই মন
তুমি ছাড়া বাছি কি করে

ও সাথীরে..যেওনা কখনো দুরে
ও সাথীরে..যেওনা কখনো দুরে



এই পথে যদি, ঝর নেমে আসে
বাধা ভেঙ্গে আসবো, তোমারি পাশে
......
জীবনে আছি, মরনে-ও রবো
চিরদিনই ভাল, বেসে যাবো
তোমারি প্রেমে আমার এই প্রেম
তুমি ছাড়া বাঁচি কি করে
.....
ও সাথীরে..যেওনা কখনো দুরে
তোমারি প্রানে আমার এই প্রান
তুমি ছাড়া বাঁচি কি করে
ও সাথীরে..যেওনা কখনো দুরে
তোমারি প্রানে আমার এই প্রান
তুমি ছাড়া বাঁচি কি করে

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1