Header AD

বৃষ্টির দিনে জনপ্রিয় গানের লিরিক্স Khorgosbd

বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে


বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে

সখি গো নিলানা খবর যতনে

আশায় আশায় বসে থাকি তোমারও পথে

সখি গো নিলানা খবর মনেতে


তোমারও চোখে কি বৃষ্টি পড়ে টুপুর টুপুর

আমাকে মনে করে সারাটি বেলা

যত কথা ছিল মনে বলেছি তোমাকে আমি

ভুলে কি গেছ সব হৃদয়ের কথা


বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে

সখি গো নিলানা খবর যতনে

আশায় আশায় বসে থাকি তোমারও পথে

সখি গো নিলানা খবর মনেতে


তোমারও চোখে কি দিন কাটে বছর হয়ে

হিম ঝড় বয়ে যায় সারাটি বেলা

যত মিনতি থাকে করেছি তোমাকে আমি

আসনি ফিরে আছি একা


বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে

সখি গো নিলানা খবর যতনে

আশায় আশায় বসে থাকি তোমারও পথে

সখি গো নিলানা খবর মনেতে


বৃষ্টি রাতে গানের মাটি ভেসে


বৃষ্টি রাতে গানের মাটি ভেসে,
চাঁদ চলেছে অনেক দূর দেশে,
থমকে থাকা ধোঁয়াটে এস্রাজে
জমাট বাধা পুরনো সুর বাজে!
চোখ জোড়ানো স্বপ্ন মেলে ডানা,
অনেক কথা জেনেও হয়না জানা!
সময় শুধু মোমের মত পোড়ে ,
ভাবনাগুলো মেঘের সাথে ওড়ে!
হাত বাড়িয়ে বৃষ্টি ছোয়া গানে,
এমন রাতে ডাকিস যদি তুই,
খানিক দুরে চাঁদ হাসে যেখানে,
পুরনো সুর দুহাত ভরে ছুঁই!



এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না?(২)

সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
পাখি মৃদু কন্ঠে বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
কাশফুল কেনো ফুটে না, ছুয়ে ছুয়ে যায় না
মেঘের ভেলায় ভাসেনা, ভেসে তুমি কেনো আসো না?

ঝরে যাওয়া সব অশ্রু বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
হৃদয়ের যত অনুভুতি আছে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
ফুলগুলো কেনো হাসেনা, হৃদয়ে দোলা দেয়না
আবেশেতে জড়ায়না
তুমি কেনো কাছে আসোনা?

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না?



বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী

নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত

বৃষ্টি নেমেছে মনে পড়ে যায় আমার গাঁ
বৃষ্টি নেমেছে ঐ মাটির ভালোবাসায়
বার বার শুধু ডাকে
ফিরে আয় আয় আয়

স্মৃতির দুয়ার খুলে আমি
পায়ে চলেছি মেঠো পথে
কাশবন আর ঐ নদীর বাঁকে
আমি সুর করি
ঐ মাছরাঙা পাখির রঙে
আমি গান ধরি
ঐ শিস দেয়া পাখির ডাকে
স্মৃতির দুয়ার খুলে আমি
শুয়ে আছি কোন বটতলে
নিঝুম আকাশে তারার হাসি
আমি সুর করি
ঐ নিঝুম রাতের কোলে
আমি গান ধরি
ঐ জেগে থাকা তারার ভাষায়


একদিন বৃষ্টিতে বিকেলে

একদিন বৃষ্টিতে বিকেলে

থাকবেনা সাথে কোন ছাতা

শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়
ভিজে যাবে চটি জামা মাথা
থাকবেনা রাস্তায় গাড়িঘোড়া
দোকানপাট সব বন্ধ
শুধু তোমার আমার হৃদয়
ভিজে মাটির সোঁদা গন্ধ
একদিন বৃষ্টিতে বিকেলে
মনে পড়ে যাবে সব কথা
কথা দিয়ে কথাটা না রাখা
ফেলে আসা চেনা চেনা ব্যথা

অদূরে কোথাও কোন রেডিওতে
এই পথ যদি না শেষ হয়
আর বৃষ্টির রঙ হয়ে যাবে নীল
আর আকাশের রঙটা ছাই

একদিন, বৃষ্টিতে একদিন…
বৃষ্টিতে বিকেলে…

ভাঙ্গা দেয়ালের গায়ে সাত পাকে বাঁধা কবে
কার নুন শো’তে কোথাও
আর বৃষ্টির ছাঁটে যাবে না দেখা দু’জনের চোখের জল
ঝমঝম…
ঝমঝম চোখের জল…

একদিন বৃষ্টিতে বিকেলে
আমরা ধরা পড়ে যাব দেখো ঠিক
ধুয়ে যাবে যত আছে অভিমান
ধুয়ে যাবে সিঁদুরের টিপ
আর চটিটাও ছিঁড়ে যাবে তক্ষুনি
তাই পালানো যাবেনা যে কোথাও
রাস্তা যেমন তেমনি
শুধু লোকজন সব উধাও…


টিপটিপ বৃষ্টি

এলেই যদি কেন চলে যাবে এখনি, ও তুমি
একটু পরে শুরু হবে টিপটিপ বৃষ্টি
ভিজে যাবে তুমি

যেতে যেতে বহুদূরে চলে গেলে তুমি
আসি আসি বলে তুমি কত দিবে ফাঁকি
এই দিনে শুধু ভয়
কি করি এ বরষায়
তুমি কাছে নাই

মনে মনে কত কথা বলে গেলে তুমি
মিছে মিছে অভিমানে চোখে এলো পানি
যেও না এই অবেলায়
দূরে কোন অজানায়
যেখানে আমি নাই

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم

ads

Post ADS 1

ads

Post ADS 1