Tor Shohore Bristy Hole Song Lyrics In Bengali :
তোর শহরে বৃষ্টি হলে
ভিজে আমার মন,
তোর শহরে উতাল হাওয়া
প্রেমেরই দহন।
রোদের পাখি তোর শহরে
আমার মনের স্বপ্ন ঘিরে,
ওরে পাখি ওরে সারাক্ষন,
তোর শহরে বৃষ্টি হলে
ভিজে আমার মন।।
একমুঠো চাঁদ জোছনা নিয়ে
তোর ঘরেতে যাবে,
তোর শহরে আগুন পাখি
আমাকে পোড়াবে।
তোর শহরে ভেজা কদম
আমার উতাল মন,
তোর শহরে বৃষ্টি হলে
ভিজে আমার মন।।
তোর শহরে মেঘলা দুপুর
আমার জলের গান,
ভালোবেসে ভিজবে তোমার
অবুঝ অভিমান।
তোর ঠোঁটে ওই জলের ছোঁয়া
স্বপ্ন নিঃসরণ,
তোর শহরে বৃষ্টি হলে
ভিজে আমার মন,
তোর শহরে উতাল হাওয়া
প্রেমেরই দহন।
রোদের পাখি তোর শহরে
আমার মনের স্বপ্ন ঘিরে,
ওরে পাখি ওরে সারাক্ষন,
তোর শহরে বৃষ্টি হলে
ভিজে আমার মন।।
তোর শহরে বৃষ্টি হলে লিরিক্স - সাদাত হোসাইন :
Tor shohore brishti hole
Vije amar mon
Tor shohore utal hawa
Premeri dohon
Roder pakhi tor shohore
Amar moner shopno ghire
Ore pakhi ore sarakkhon
Tor shohore brishti hole
Bhije amar mon
Ekmutho chand jochna niye
Tor ghorete jaabe
Tor shohore aagun pakhi
Amake porabe
Tor sohore veja kodom
Amar utal mon

إرسال تعليق