Header AD

বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে সখি গো নিলানা খবর যতনে



 শিরোনামঃ বৃষ্টি

কন্ঠঃ তৌসিফ

কথাঃ তৌসিফ

সুরঃ তৌসিফ

অ্যালবামঃ অভিপ্রায়


বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে

সখি গো নিলানা খবর যতনে

আশায় আশায় বসে থাকি তোমারও পথে

সখি গো নিলানা খবর মনেতে


তোমারও চোখে কি বৃষ্টি পড়ে টুপুর টুপুর

আমাকে মনে করে সারাটি বেলা

যত কথা ছিল মনে বলেছি তোমাকে আমি

ভুলে কি গেছ সব হৃদয়ের কথা


বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে

সখি গো নিলানা খবর যতনে

আশায় আশায় বসে থাকি তোমারও পথে

সখি গো নিলানা খবর মনেতে


তোমারও চোখে কি দিন কাটে বছর হয়ে

হিম ঝড় বয়ে যায় সারাটি বেলা

যত মিনতি থাকে করেছি তোমাকে আমি

আসনি ফিরে আছি একা


বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে

সখি গো নিলানা খবর যতনে

আশায় আশায় বসে থাকি তোমারও পথে

সখি গো নিলানা খবর মনেতে

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads

Post ADS 1

ads

Post ADS 1