মনে রেখ আমার এ গান
শুধু মনে রেখ আমার এ গানশুধু মনে রেখ আমার এ গান
কত যে কথা মনে লুকোন
হয়নি তোমাকে আজও শোনানো
হো...হয়নি তোমাকে আজও শোনানো
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান
মনে রেখ আমার এ গান
শুধু মনে রেখ আমার এ গান
শুধু মনে রেখ আমার এ গান
....................
তুমি কি জান কেউ আড়ালে বসে
আড়ালে বসে... লা লা লা
তুমি কি জান কেউ আড়ালে বসে
তোমাকে জীবন দিয়ে ভালো সে বাসে
তার মনের যত কথা
তার গোপন পেমের ব্যথা
তার মনের যত কথা
তার গোপন পেমের ব্যথা
বলে জায় আমার এ গান
আজ বলে য়ায় আমার এ গান
মনে রেখ আমার এ গান
শুধু মনে রেখ আমার এ গান
শুধু মনে রেখ আমার এ গান
.................
যদি গো তোমায় বলি
আমি তার নাম তুমি কি
বাসবে ভালো দেবে তার দাম
যদি গো তোমায় বলি
আমি তার নাম তুমি কি
বাসবে ভালো দেবে তার দাম
কত আশায় কাঁদে প্রাণ
কত নীরব অভীমান
কত আশায় কাঁদে প্রাণ
কত নীরব অভীমান
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান
মনে রেখ আমার এ গান
শুধু মনে রেখ আমার এ গান
শুধু মনে রেখ আমার এ গান
কত যে কথা মনে লুকোন
হয়নি তোমাকে আজও শোনানো
হো হয়নি তোমাকে আজও শোনানো
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান
মনে রেখ আমার এ গান
শুধু মনে রেখ আমার এ গান
শুধু মনে রেখ আমার এ গান
শুধু মনে রেখ আমার এ গান
শুধু মনে রেখ আমার এ গান
আ.আ... আ...

Post a Comment